শিরোনাম
পাঙ্গামটুকপুর ইউনিয়ন পরিষদ ডিজিটাল সেন্টারে নগদ মোবাইল ব্যাংকিং চালু হয়েছে
বিস্তারিত
নগদ অ্যাকাউন্ট ছাড়াই টাকা পাঠাতে ও গ্রহণ করতে পারবেন।
“সঞ্চয়” বিস্তারিত
গ্রাহকগণ তাদের নগদ অ্যাকাউন্টে জমা টাকার পরিমাণের উপর সর্বোচ্চ মুনাফা লাভ করবেন
শর্তাবলি:
নগদ-এর সকল নিয়মিত গ্রাহক নিচের ছকে উল্লিখিত হারে মুনাফা পাবেন-
মুনাফার স্ল্যাব
|
বার্ষিক মুনাফা হার
|
৫০০১ টাকা থেকে ৩০০,০০০ টাকা
|
৭.৫%
|
১০০১ টাকা থেকে ৫০০০.৯৯ টাকা
|
৫.০%
|
০ টাকা থেকে ১০০০.৯৯ টাকা
|
০.০%
|
- মাসিক ভিত্তিতে মুনাফা প্রদান করা হবে।
- প্রতিদিনের মুনাফার হার হিসাব করে মাস শেষে মুনাফা প্রদান করা হবে
- দেশের আইন অনুযায়ী প্রযোজ্য ট্যাক্স বা ভ্যাট কর্তনের পর সরাসরি নগদ অ্যাকাউন্টে মুনাফার অংশ পাঠিয়ে দেয়া হবে
- গ্রাহকের অ্যাকাউন্ট স্ট্যাটাস জনিত কোনো সমস্যার কারণে মুনাফা বিতরণ করা না গেলে, সে মাসে উক্ত গ্রাহক কোনো মুনাফা পাবেন না
- মুনাফা লাভের জন্য গ্রাহকের অ্যাকাউন্ট অবশ্যই চালু থাকতে হবে
- ‘নগদ’ কোনোরকম পূর্ব ঘোষণা ছাড়াই, যেকোনো সময় ক্যাম্পেইনের যেকোনো শর্তাবলি পরিবর্তন বা পরিবর্ধন এমনকি ক্যাম্পেইন বাতিল করারও অধিকার সংরক্ষণ করে।
- প্রযোজ্য আইন, রেগুলেটরি নির্দেশিকা কিংবা নিজস্ব নীতির উপর ভিত্তি করে, ‘নগদ’ মুনাফা বাতিল করার অধিকার সংরক্ষণ করে
মুনাফা সেবা বাতিলের পদ্ধতি
- নগদ কল সেন্টার নম্বর (১৬১৬৭)-এ কল করে, ‘সার্ভিস রিকোয়েস্ট’-এর মাধ্যমে গ্রাহক তার মুনাফা সেবা গ্রহণ বা বাতিল করতে পারেন
- গ্রাহকের অনুরোধ সফলভাবে গৃহীত হলে সে ব্যাপারে তাকে অবগত করা হবে
- https://nagad.com.bd/bn/service/%E0%A6%B8%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9A%E0%A7%9F/